স্পিডবোটের যাত্রীকে চরে নামিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

স্পিডবোটের যাত্রীকে চরে নামিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর, ০৯ জুলাই ২০২০: মাদারীপুরে ফেরি থেকে এক নারীকে স্পিডবোটে করে পৌঁছে দেওয়ার কথা বলে চরে নামিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন স্পিডবোটের চালক ফারুক মিয়া, শিবচর থানার ফকির কান্দি গ্রামের তনু মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৫), রশিদ মৃধার ছেলে মাহবুল মৃর্ধা (৩০) ও সামাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ হাওলাদার (২৪)।
ওই নারী সাংবাদিকদের বলেন, তিনি কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিক তিনি ফেরিতে ওঠেন ঢাকার কেরাণীগঞ্জে স্বামীর কাছে ফেরার জন্য। তার স্বামী একটি কনস্ট্রাকশন ফার্মে শ্রমিকের কাজ করেন। তিনি তাকে নেওয়ার জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছিলেন।
“স্পিডবোট চালক আমাকে দ্রুত শিমুলিয়া পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে স্পিডবোটটি বুড়ার খেয়াঘাটে পৌঁছে থেমে যায়। সেখানে স্পিডবোট রেখে চালক তেল আনার কথা বলে চলে যান।”
এ সময় স্পিডবোটের তিন ব্যক্তি তাকে চরে নামিয়ে দলবেঁধে ধর্ষণ করে বলে তার অভিযোগ।
তিনি বলেন, “স্পিডবোটের চালক তেল নিয়ে আসলে তিন ব্যক্তি পালিয়ে যায়। চালককে ঘটনা জানালে তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যান।”

অফিসার ইনচার্জ আজাদ বলেন, ওই নারী আসামিদের শনাক্ত করেছেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ