স্কুলের গন্ডি না পেরুতেই বিয়ে

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

স্কুলের গন্ডি না পেরুতেই বিয়ে

|| শাহানাজ শাম্মী || ময়মনসিংহ, ২৭ জুলাই ২০২০ : আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল যেভাবে। স্কুলের গন্ডি না পেরুতেই বিয়ে। কলেজ পার করার আগেই সন্তানের মা। অনার্স পার করার আগেই ২ সন্তান নিয়ে বিধবা হওয়া মেয়েটিই আমি। একা দুই সন্তান সহ সংসারের সব দায়িত্ব কাধে তুলে নিয়েছিলাম।

বাচ্চার তখন খুবই ছোট ছিল কত কিছুই না করেছি, আর কতটা কঠিন সময় দেখেছি আমি!
তা কাওকে বলে বুঝানো যাবেনা।
অনেক কিছুই বলতে বা করতে পারতাম না। কে কি বলবে এই ভয়ে আর কিছুটা কাজ যাদের সাথে করেছি তারা আমাকে ঠকিয়ে বদলে দিল আমার চিন্তা।
অনেক কষ্ট অনেক হতাশা আমাকে ঘিরে ধরে। আমি নিজে আলাদা কিছু করবো ভাবছিলাম। তখন আমার বান্ধবী আমাকে উই-এর সন্ধান দিয়ে বললো এই প্লাটফর্ম এ থাকলে আমি ভালো কিছু পাবো।
এইতো কয়েক দিন আগেই আমি উই-তে এসেছি। তবে এখন আর হতাশ লাগেনা। কষ্ট গুলো সব পালিয়ে যাচ্ছে। সবার কথা কাজ আমাকে খুবই মুগ্ধ করেছে।
সময় গুলি অনেক ভালো কাটছে উই-এর সাথে।
জীবন নিয়ে স্বপ্ন দেখা ছেড়েই দিয়েছিলাম।
উই-এ এসে কিছু করার স্বপ্ন দেখছি।
আগে অন্যের হয়ে কাজ করতাম। এখন উই থেকে শিখছি আর নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।
এইটা আমার প্রথম লেখা। ভূল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আমার জন্য।
পরিচয় টা দিয়ে যাই। আমি শাহানাজ শাম্মী
ময়মনসিংহ থেকে। “দেশীয় শাড়ি ও থ্রিপিস নিয়ে কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ