সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০
|| শোয়াইব জিবরান || ২৯ জুলাই ২০২০: জায়সি জিবরানের জন্মদিনের সকল আয়োজন বাদ দেয়ার চিন্তা করেছিলাম, করোনার কারণে। কিন্তু শেষ অবধি পারা গেল না। সীমিত পরিসরে উদযাপন করতেই হলো। প্রথমত তিনি বিগত তিনমাস ধরে সিনিয়র জিবরান বা বোন এথিনার ল্যাপটপ ধার দেনা করে অনলাইন ক্লাশ অত্যন্ত অত্যন্ত কষ্ট ও সহিষ্ণুতার সহিত চালাইয়া যাইতেছিলেন। তিনি এ নিয়া মুলামুলি না করলেও আমাদেরই মন মানতেছিল না। আহা, বেচারা!
ফলত আজ একখানা ডেক্সটপ কিনে দেয়া গেল। সীমিত আকারে ব্যবহারের অনুমতিসহ- যেহেতু তিনার বয়স অখনতরি ১৮ হয় নাই।
আর সন্ধ্যায় একটা পেস্ট্রি সংগ্রহ করা গেল। কিন্তু করোনা সংকটে কাউকেই ভাগীদার করা গেল না।
সারা দিন ধরে ফেসবুক দেশে আর বাস্তবে যাঁরা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন- সকলকে শ্রদ্ধা ও ভালাবাসা সিনিয়র-জুনিয়র জিবরান দু’জনায়ই জানাইতেছেন।
#
শোয়াইব জিবরান
ফেসবুক স্ট্যাটাস
২৮ জুলাই ২০২০
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D