মহামারির কারণে বাসায় থেকে কর্মচারীদের কাজের মেয়াদ বাড়ালো গুগল

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

মহামারির কারণে বাসায় থেকে কর্মচারীদের কাজের মেয়াদ বাড়ালো গুগল

Manual2 Ad Code

সান ফ্রান্সিসকো, ৩০ জুলাই ২০২০ : চলমান মহামারির কারণে টেক জায়ান্ট গুগল তাদের বেশীর ভাগ কর্মীদের বাসা থেকে কাজ করার সময় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে। গুগল সোমবার এ কথা জানায়।

Manual4 Ad Code

গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই ইমেইলে কর্মীদের বলেছেন, “পরিকল্পনা এগিয়ে নিতে বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণে আমাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসায় থেকে কাজ করবেন, এ সময়ে তাদের অফিসে আসতে হবে না।”
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জনায়,বিশ্বব্যাপী গুগলের ২ লাখ কর্মীর বাসায় থেকে কাজ করার পূর্বেকার সময় সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত, এখন এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।
এই সিদ্ধান্তে স্বাভাবিক সময়ের মতো কর্মীদের অফিসে ফেরায় মহামারির ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় অন্যান্য টেক ফার্ম ও বৃহৎ প্রতিষ্ঠান বাসায় থেকে কাজ করার মেয়াদ বৃদ্ধির ব্যপারে একই ধরণের পদক্ষেপ নিতে পারে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ