জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ৪২০ বছর

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ৪২০ বছর

সৈয়দা হাজেরা সুলতানা || ০৩ অাগস্ট ২০২০ : ব্রুনো কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদকে সমর্থন করেছিলেন যা ছিল বাইবেলের ‘সূর্য পৃথিবীর চার পাশে ঘোরে’-এই মতবাদের বিপরীত। ব্রুনো কোপার্নিকাসের সাথে সুর মিলিয়ে দৃঢ় প্রত্যায়ে বলেছিলেন,’সূর্য নয়, বরং পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে’। চার্চের প্রচণ্ড চাপের মুখে নতিস্বীকার না করে হাসি মুখে মৃত্যুকেই বরণ করে নিয়ে ছিলেন মহান ব্রুনো।

আজ সেই কোপার্নিকাস-ব্রুনোর মতবাদই বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত। এমনকি খ্রীষ্টানরাও সেই বৈজ্ঞানিক সত্যকে মাথা পেতে মেনে নিয়েছে। ভ্যাটিকানের পোপও ভুল স্বীকার করেছে। পোপও বলতে বাধ্য হয়েছে, ব্রুনোর প্রতি অন্যায় করা হয়েছে।

কোপার্নিকাসের আত্মত্যাগ যেভাবে বৃথা যায়নি, তেমনি আমাদের রাজীব- অভিজিৎ রায়দের আত্মত্যাগও বৃথা যাবে না। আজ হোক, কাল হোক, তাঁদের বলা সত্যগুলো অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তাঁরা টিকে থাকবেন মুক্তচিন্তা চর্চার ইতিহাসের সাথে।

কোপার্নিকাস সহ সকল অকুতোভয় সত্যান্বেষী, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাঁদের সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি —

“উদয়ের পথে শুনি কার বাণী,
ভয় নাই, ওরে ভয় নাই-
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”

এ সংক্রান্ত আরও সংবাদ