এসি ল্যাণ্ড মাহমুদুর রহমান মামুনের সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

এসি ল্যাণ্ড মাহমুদুর রহমান মামুনের সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী

শেখ জুয়েল রানা || শ্রীমঙ্গল, ০৬ অাগস্ট ২০২০ : শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী হয়েছেন।

এর আগে বুধবার তার সম্মানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা অফিসার্স ক্লাব এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অসীম কুমার করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়ক রুপক বনিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস প্রমুখ।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ