বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিষিদ্ধের দাবি যুবমৈত্রীর

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিষিদ্ধের দাবি যুবমৈত্রীর

ঢাকা, ০৬ আগস্ট ২০২০: বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতাসিম বিল্লাহ সানি এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি ক্রসফায়ারের নামে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান; যা কাঙ্ক্ষিত নয়।

মেজর সিনহা হতাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দুই বাহিনীর প্রধানের ঘটনাস্থল পরিদর্শন নিশ্চয়ই ইতিবাচক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সিনহা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি দাবি করছি।

একই সাথে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

তারা বলেন, ক্রসফায়ার নামক অমানবিক, বেআইনি ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় যেমন বাধা সৃষ্টি করবে তেমনি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর ষড়যন্ত্রের পথে নিজেদের ফায়দা হাসিল করবে।

ঘটনার সাথে সম্পর্কিত দেখিয়ে তিনজন ছাত্রের কারাবাস গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ছাত্রদের মুক্তির দাবি জানিয়েছে যুব মৈত্রী।

উল্লেখ্য, ৩১ আগস্ট (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।