সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২০
ঢাকা, ০৯ অাগস্ট ২০২০: জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি, রাজশাহী জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা এ্যাডভোকেট ফেরদৌস জামিল টুটুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
টুটুল শুক্রবার বেলা তিনটায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার ‘স্পেশালাইসড হাসপাতালে’ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। প্রয়াত টুটুল ছাত্র আন্দোলন থেকে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি নব্বই দশকের উত্তাল ছাত্র আন্দোলনে রাজশাহীতে অগ্রগন্য ভুমিকায় থেকে নেতৃত্ব দিয়েছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সক্রীয়ভাবে দায়িত্ব পালন করেছেন। তার মত নিবেদিত প্রান একজন সক্রীয় নেতার অকাল মৃত্যু জাতীয় শ্রমিক ফেডারেশন পরিবারের অপুরনীয় ক্ষতি, যা পুরণ হবার নয়। শ্রমিক আন্দোলনে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কমরেড ফেরদৌস জামিল টুটুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
শোকবার্তায় ফজলে হোসেন বাদশা বলেন, ফেরদৌস জামিল টুটুল ছাত্রজীবন থেকে আমাদের সাথে রাজনীতি করেছেন। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির জন্য তার অনেক ত্যাগ রয়েছে। তার রাজনৈতিক জীবন সত্যিই অনুকরণীয়।
টুটুলের অসময়ে চলে যাওয়া অনেক বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন ফজলে হোসেন বাদশা। শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
কমরেড ফেরদৌস জামিল টুটুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D