মৌলভীবাজারে স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মৌলভীবাজারে স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’

মৌলভীবাজার, ১১ অাগস্ট ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’-এর অায়োজন করা হয়েছে।

* প্রতি দলে সদস্য সংখ্যা ৩ জন৷

* স্কুলভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি স্কুলের সেরা দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

* প্রতিটি উপজেলার সেরা দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ প্রতিটি উপজেলার সেরা দল এবং মৌলভীবাজার সদর পৌরসভা অঞ্চলের দল জেলা পর্যায়ে সেরা ৮ এ অংশগ্রহণ করবে৷

** ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুলে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত প্রশ্নপত্রে আগামী ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

* শ্রীমঙ্গল উপজেলার সকল প্রতিযোগিকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম মহোদয়।
অন্যান্য সকল প্রতিযোগিতার মতো এ প্রতিযোগিতায়ও শ্রীমঙ্গল উপজেলার প্রতিযোগিরা জেলা পর্যায়ে সবচেয়ে বেশি সাফল্য লাভ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ