বন্ধ পাটকল রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে: মেনন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

বন্ধ পাটকল রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে: মেনন

ঢাকা, ২৮ অাগস্ট ২০২০: বন্ধ পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রাশেদ খান মেনন বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নয়, ব্যক্তি মালিকদের হাতেই তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বিএনপি-জামাত জোট সরকার যা করতে পারে নাই এই সরকারের আমলে সেটাই হতে চলেছে।
‘রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক এখন কর্মহীন। গোল্ডেন হ্যান্ডশেকের টাকা তারা কবে এবং কত পাবে জানে না।
বন্ধ করে দেওয়া পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে। তাহলেই সোনালী আঁশ সোনা ফলাবে।
গলার ফাঁস হবে না। ’
সভা থেকে রাশেদ খান মেনন পাটশিল্প রক্ষায় পাটচাষি, শ্রমিক, ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, তালুকদার মো. শাহজাহান, মোজাম্মেল হক ফিরোজ, ফারহান বালি, অধ্যাপক গোলাম হোসেন, দিলীপ রাজা প্রমুখ।