পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

ঢাকা, ৩১ আগস্ট ২০২০: পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে মোঃ নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২ এপিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় এই সংসদীয় আসনটি শূন্য হয়।