আ.লীগের মনোনয়ন: ঢাকা ৫-এ মনিরুল ও নওগাঁ-৬ আসনে আনোয়ার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

আ.লীগের মনোনয়ন: ঢাকা ৫-এ মনিরুল ও নওগাঁ-৬ আসনে আনোয়ার

ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২০: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মনিরুল ইসলাম মনু। এছাড়া নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।

আজ সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে।
কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী কাজী পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তার রাজনীতিতে যোগদান। ১৯৬৯ সালে জগন্নাথ কলেজে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে মনুর হাতেখড়ি। সাংগঠনিক দক্ষতায় কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
আনোয়ার হোসেন হেলাল নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এ সংক্রান্ত আরও সংবাদ