যেতে হবে অনেক দূর—

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

যেতে হবে অনেক দূর—

Manual6 Ad Code

|| জেসমিন খান চাঁদনী || মিরপুর (ঢাকা), ১৪ সেপ্টেম্বর ২০২০ :”নারীর সমানাধিকার ও সংগ্রামের বিশ্বজনীন প্রতীক ‘দ্য বোভোয়ার’ চেয়েছিলেন নারী ও পুরুষের সাম্য ও প্রীতিপূর্ণ বিকাশ।

কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে মেয়ের জন্ম মানেই পরিবারের ভয়, নিরাপত্তার অনিশ্চয়তা, মেয়ে মানেই দুর্বল যা তাকে পরনির্ভরশীল করে তোলে।
সমাজ ছোটখাটো কিছু পরিবর্তন এনে মেয়েদের কিছু সুবিধা দিলেও মূল কাঠামোতে আজও তেমন কোনো পরিবর্তন ঘটেনি। বদলয়ানি সমাজের মানুষের মানসিকতা।
সমাজ মেয়েদের নিয়ন্ত্রণে রাখতে প্রাচীন ভারতের মনুর নিষেধাজ্ঞা ও উনিশ শতকের ইংল্যান্ডের সামাজিক ভিক্টোরীয় আদর্শ সযত্নে লালন করে চলেছে ভিন্নরূপে,নতুন নতুন রাংতায় মোড়ানো।
নারীর প্রতি সামাজিক ও পারিবারিক মানবিক দৃষ্টিভঙ্গি বদলাতে আমাদের আরও অনেক কিছু করতে হবে, যেতে হবে অনেক দূর।”

Manual1 Ad Code

আমি কাজ করছি ফ্রি সেলাই কাজ শেখানো, দেশীয় তৈরী লেডিস্ আইটেম ও হস্তশিল্প কালেকশন নিয়ে।
#
জেসমিন খান চাঁদনী
স্বত্বাধিকারী Azrif Gallery
ঢাকা মিরপুর থেকে

Manual1 Ad Code

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code