বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওয়ার্কার্স পার্টির

Manual5 Ad Code

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২০: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহনগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় এক যুক্ত বিবৃতিতে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এতে বাংলাদেশের সাথে ভারতের বানিজ্যিক, অর্থনৈতিক ও ভাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ঠ হতে পারে। ইতিমধ্যে ভারতের বেঙ্গল চেম্বার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ, ভারত সরকারের প্রতি এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। ইতিমধ্যে এই ঘোষণার ফলে বাংলাদেশের বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সমাজে সংকট তৈরী করছে। বিবৃতিতে নেতৃবৃন্দ এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রতি ভারত সরকারের সাথে কুটনৈতিক তৎপরতা অব্যহত রাখার আহবান জানান। একই সাথে বাজার ব্যবস্থা মনিটংয়ের জন্য টিসিবি যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ গ্রহণেরও দাবী জানান।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ