শিক্ষায় ডিজিটাল ডিভাইস বৈষম্য তৈরি হয়েছে: মেনন

প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

শিক্ষায় ডিজিটাল ডিভাইস বৈষম্য তৈরি হয়েছে: মেনন

নিজস্ব প্রতিবেদক || ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), ১৯ সেপ্টেম্বর ২০২০ : ডাকসু’র সাবেক ভিপি, বর্তমান সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, শিক্ষায় ডিজিটাল ডিভাইস বৈষম্য তৈরি করছে সরকার। করোনাকালে দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী এ ডিভাইসের আওতায় এসে অনলাইন শিক্ষালাভের সুযোগ পাচ্ছে না। শিক্ষাঋণের কথা বলা হলেও তার বাস্তবায়ন দেখছি না।

‘৬২-এর শিক্ষা আন্দোলন ও বর্তমান শিক্ষাব্যবস্থা’প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী এ সভার আয়োজন করে।
এসময় তিনি বলেন, শিক্ষাকে বানিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরন ও ধর্মীয়করণ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে শিক্ষাব্যবস্থাকে একমুখীকরণ, অষ্টম শ্রেনী পর্যন্ত প্রাইমারী করণ, রাষ্ট্রীয়করণ, মাতৃভাষার উন্নয়ন ও ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি।
এসময় তিনি সরকারের কাছে প্রাইমারী ও উচ্চমাধ্যমিক লেভেল পর্যন্ত শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন ও জিডিপির ৬ শতাংশ পর্যায়ক্রমে শিক্ষাখাতে ব্যয় করার দাবি জানান।
ইবি শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত দাস এবং ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল।
সভাটির লাইভ প্রোগ্রাম শাখা মৈত্রীর ফেসবুক গ্রুপে সরাসরি সম্প্রচারিত হয়।