বেকারত্ব, বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান যুবমৈত্রীর

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

বেকারত্ব, বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান যুবমৈত্রীর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২০ : ‘বাংলাদেশের স্বাস্থ্যখাত থেকে পেঁয়াজ পর্যন্ত সবই সিন্ডিকেট দ্বারা আবদ্ধ।’- এই সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুবমৈত্রী।

Manual5 Ad Code

আজ শনিবার সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় এই আহ্বান জানান বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স।
সভায় যুব মৈত্রীর নয় দফা দাবি সর্বসম্মতিভাবে গৃহীত হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী।
সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় সদস্য মানিক হাওলাদার।
সভায় বর্তমান ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের ওপর বিস্তারিত আলোচনা করেন,সংগঠনের সহ সভাপতি মো. তোহিদ, মনিরউদ্দিন পান্না, অরুণ কুমার ঘোষ, তাইজুল ইসলাম রোম, কায়সার আলম, সহ সাধারণ সম্পাদক তাপস দাস, ফারাইন বালী, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, প্রচার সম্পাদক এম এম মিল্টন ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, মহামারি করোনাকালে চাকরি প্রত্যাশীরা চাকরি পাচ্ছে না। পক্ষান্তরে বেকার আরও বাড়ছে। দারিদ্র্যসীমার নিচে প্রায় ৫ কোটি মানুষ। সরকার বিভিন্ন খাতে আর্থিক প্যাকেজ প্রণোদনা প্রদান করলেও প্রকৃত বেকার বা অসহায়দের মাঝে এই সুবিধা পরিলক্ষিত হয় না।
বক্তারা দাবি করেন, বিদেশফেরত প্রবাসী শ্রমজীবী প্রায় ৭০ শতাংশ কর্মহীন। এই কর্মহীনদের কর্ম দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। সে কারণে সমাজে বৈষম্য দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code