শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জির জন্মদিন অাজ

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জির জন্মদিন অাজ

|| জয়া অাহসান || ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২০ : রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি।

শুভ জন্মদিন, সৃজিত।