‘শিক্ষার উন্নয়ন ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়’

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

‘শিক্ষার উন্নয়ন ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়’

স্টাফ রিপোর্টার || চট্টগ্রাম, ১৪ অক্টোবর ২০২০ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, একটি জাতির মেরুদন্ড হচ্ছে শিক্ষা। শিক্ষার আলোয় যারা আলোকিত নয়,তারা সত্যিকার অর্থেই অন্ধ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নগরীর ৬০ লাখ শিক্ষার্থী রয়েছে। নগরবাসীকে শিক্ষায় এগিয়ে রাখার জন্য সাবেক মেয়র এ.বিএম মহিউদ্দিন চৌধুরীও শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন।

প্রশাসক প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন একটি প্রতিষ্ঠানের প্রধান। শিক্ষকরা হলেন জাতির বিবেক। আপনারাই আমাদের আদর্শ। আপনারা জেগে উঠুন, আপনরা জাগলে নগরবাসী জাগবে আর নগরবাসী জাগলে পুরো বাংলাদেশ জেগে উঠবে। তিনি বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুনগত মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি গতকাল বিকেলে আন্দরকিল্লাস্থ কে বি আবদুস ছত্তার মিলনায়তনে চসিক প্রধান শিক্ষক ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে স্বচ্ছতা ও জবাদিহীতা নিশ্চিত করতে হবে। করোনা মহামারীকালে শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে অন-লাইনে ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ রাখার নির্দেশনা দেন প্রশাসক।

প্রধান শিক্ষক ফোরাম প্রশাসকের নিকট তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রশাসক তা নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ আনুতোষিক ভাতা প্রদানের জন্য চসিক প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যে সমস্ত শিক্ষক-কর্মচারী অবসরে গিয়েছেন তাদের সময়কালীন সময়ের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ জানান।

এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা ফোরামের সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. আকতার হোছাইন, সহ সম্পাদক টিংকু ভৌমিকসহ অন্যান্য প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।