কমরেড ফজলে হোসেন বাদশা’র জন্মদিন অাজ

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

কমরেড ফজলে হোসেন বাদশা’র জন্মদিন অাজ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১৫ অক্টোবর ২০২০ : বাংলাদেশের ছাত্র আন্দোলনে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ ছাত্রমৈত্রী এদেশের ছাত্র সমাজের কাছে প্রতিষ্ঠিত একটি সংগঠন। মেহনতী জনতার সাথে একাত্ম হওয়ার রাজনৈতিক দিশা নিয়ে, মেহনতী মানুষের সন্তানদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ভূমিকার ইতিহাস রচনা করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী। মহান ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলন সংগঠিত করার আহবান নিয়ে ১৯৫২ সালের ২৬ শে এপ্রিল গড়ে উঠে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। তারই ধারাবাহিকতা এবং উত্তরাধিকার বাংলাদেশ ছাত্রমৈত্রী। অার ওই সংগঠনের ও বাংলাদেশ যুবমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু’র সাবেক ভিপি, মৌলবাদ-জংগীবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় যোদ্ধা, রাজশাহী-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের নিবেদিত প্রাণ নেতৃত্ব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা’র জন্মদিন অাজ।

Manual1 Ad Code

রাজশাহী-২ আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা’র জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা’র জন্মদিন উপলক্ষে অারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ