সিলেট ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
সৈয়দ অামিরুজ্জামান || ২২ অক্টোবর ২০২২ : কৃষি সাংবাদিকতা বইটি অধ্যাপক ড. গোলাম রহমান-এর লেখা সম্পাদনা। কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, শিক্ষার্থী, ব্লক সুপারভাইজার, কৃষক ও যারা কৃষিকে পাদপ্রদীপের নিচ থেকে তুলে আনতে চান। কৃষি বিষয়ক ব্যক্তিগত গবেষণাকর্ম, আশেপাশে ঘটে যাওয়া ব্যাতিক্রমী চাষাবাদ পদ্ধতি, সফল কৃষক কৃষাণির গল্পগাঁথা, নতুন প্রজাতির ফল, ফুল, বৃক্ষ, মৎস্য ও পশুপাখির বর্ণনা সংবাদপত্রে ছাপার উপযোগী লিখণ পদ্ধতি কৃষি সাংবাদিকতা শিক্ষণ বইটি। কৃষি ও কৃষককে বাঁচিয়ে রাখতে প্রকৃতির সাথে মিতালির বিকল্প নেই। কৃষি বিষয়ক লেখকের সংখ্যা বৃদ্ধির ক্ষুদ্র প্রয়াস বইটি। অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসারে কৃষি সাংবাদিকতা এক অনন্য মাত্রা পেয়েছে। ই-কৃষি, কৃষি ও কৃষককে বদলে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, পোঁকামাকড় ও রোগজীবাণুর আক্রমনে আক্রান্ত ফসলের ভিডিও চিত্র অথবা স্থিরচিত্র মুঠোফোনে তুলে ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে সমাধান পাওয়া যাবে নিকট ভবিষ্যতে। অনন্তকালের নবায়নযোগ্য সম্পদ হল কৃষি জমি। কৃষিজমি সুরক্ষার বিকল্প নেই। হতাশার কথা প্রান্তিক কৃষকরা ভূমি খুইয়ে নিজ জমিতে ক্রমশ ভূমিদাস হয়ে উঠছে। বৈশ্বিক মন্দার অভিঘাত বাংলাদেশে না পড়ার অন্যতম কারণ কৃষির সাফল্য। প্রতিনিয়ত বদলে যাচ্ছে কৃষি ফসলের মানচিত্র। একদিকে পরিবর্তিত জলবায়ু অন্যদিকে অভিযোজনের নিরন্তর প্রচেষ্টা। কৃষিজমি সুরক্ষার বিকল্প নেই। মাটির নিচে ও ওপরে অমূল্য পানি সম্পদের জন্যই পৃথিবীর খুব কম দেশেই আমাদের মতো উর্বরা জমি রয়েছে। অনন্তকালের নবায়নযোগ্য সম্পদ হলো কৃষিজমি। একদিকে পরিবর্তিত জলবায়ু অন্যদিকে অভিযোজনের নিরন্তর প্রচেষ্টা। কৃষিবিষয়ক লেখার গুরুত্ব গণমাধ্যমে সুদূরপ্রসারী। কৃষি ও কৃষককে বাঁচিয়ে রাখতে প্রকৃতির সঙ্গে মিতালির বিকল্প নেই। কৃষিবিষয়ক লেখকের সংখ্যা বৃদ্ধির ক্ষুদ্র প্রয়াস বইটি।
সৈয়দ অামিরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক ও কলামিস্ট;
বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক নতুনকথা;
সম্পাদক, অারপি নিউজ;
সম্পাদকমন্ডলীর সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মৌলভীবাজার জেলা;
‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রমৈত্রী।
সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।
সাবেক সভাপতি, অাইন ছাত্র ফেডারেশন।
সম্পাদক, লিটল ম্যাগ ‘স্বাধীনতা’।
সাধারণ সম্পাদক, ‘ মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ অাদায় জাতীয় কমিটি’।
E-mail : rpnewsbd@gmail.com
মুঠোফোন: ০১৭১৬৫৯৯৫৮৯
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D