গতকাল ছিল মাহিনূরের ২য় জন্মবার্ষিকী

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

গতকাল ছিল মাহিনূরের ২য় জন্মবার্ষিকী

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৯ অক্টোবর ২০২০ : গতকাল ছিল বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রহমানপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী’র একমাত্র কন্যা সন্তান সৈয়দা মাহিনূরের ২য় জন্মবার্ষিকী।

কেক কাটার মধ্য দিয়ে পারিবারিক অানুষ্ঠানিকতায় পালিত হয়েছে মাহি’র জন্মদিন।
ভাতিজি মাহি’র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ও উপস্থিত ছিলেন পরিবারের প্রায় সকলেই। এরমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; অার্তমানবতাবাদী সংস্থার সভাপতি সৈয়দ গাউছুজ্জামান রুমান, চায়ের রাজধানী সম্পাদক ও কবি অাজম মিজান, লিটল ম্যাগ ‘কন্ঠস্বর’ সম্পাদক ও কবি সৈয়দ নোমান অাজমী।

এ সংক্রান্ত আরও সংবাদ