সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
সৈয়দ অারমান জামী || মৌলভীবাজার, ০৯ নভেম্বর ২০২০ : মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই প্রোগ্রাম এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে আজ ভার্চুয়াল মাধ্যমে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত থেকে জেলা ব্রান্ডিং এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ।
অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প উদ্যোক্তাবৃন্দ এবং চাকুরী প্রত্যাশী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ ধরনের কর্মশালা মৌলভীবাজার জেলায় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D