সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল যে উপন্যাসটি

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল যে উপন্যাসটি

ফারহানা অাজিম শিউলী || টোরন্টো (ওন্টারিও), ১৪ নভেম্বর ২০২০ : উনবিংশ শতাব্দীতে কোন উপন্যাসটি রাশিয়ার সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? তুর্গেনেভের ‘পিতা ও পুত্র’?, দস্তয়েভস্কির ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’? তলস্তয়ের ‘ওয়্যার অ্যান্ড পিস’ বা ‘আনা কারেনিনা’? — প্রফেসর জোসেফ ফ্রাঙ্কের মতে একটি উপন্যাসই এই মর্যাদার দাবি রাখে, সেটা ১৮৬৩ সালে প্রকাশিত এন. জে. চেরনিশেভস্কির ‘হোয়াট ইজ টু বি ডান’ (কী করিতে হইবে?)।

জে ফ্রাঙ্কের মতে, “মার্ক্সের ‘ডাস ক্যাপিটালে’র চেয়েও চেরনিশেভস্কির ‘কী করিতে হইবে?’ রুশ বিপ্লবীদের উপর বেশি প্রভাব ফেলেছিল।”

১৯০৪ সালে প্যারিসের বলশেভিক ক্যাফেতে লেনিন ভেলেনটভকে বলেছিলেন — ‘আমি চেরনিশেভস্কি পড়েছি হাতে একটি পেন্সিল নিয়ে, বিস্তারিত নোট নিয়েছি এবং যা পড়তাম তার সারসংক্ষেপ লিখে রাখতাম। যে নোটবুকে আমি সেগুলো লিখেছিলাম অনেকদিন পর্যন্ত সেগুলো আমার সঙ্গেই ছিল। মার্কস, এঙ্গেলস ও প্লেখানভের সাথে পরিচয়ের পূর্বে আমার উপর চেরনিশেভস্কির প্রভাব ছিল সবচেয়ে বেশি।’
তখন ‘গুসেভ’ নামের একজন প্রশ্ন করেন, “তাহলে এটা কোন দুর্ঘটনা ছিল না যে, ১৯০২ সালে আপনার বইটির নাম রেখেছিলেন ‘কী করিতে হইবে?'” উত্তরে লেনিন বলেন, ‘এটা অনুমান করা কি খুবই কষ্টসাধ্য?’

৭ নভেম্বর ছিল রুশ বিপ্লবের ১০৩তম বার্ষিকী। রুশ বিপ্লবের শতবার্ষিকীতে টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালা’র আসরে আলোচিত হয়েছে নিকোলাই চেরনিশেভস্কি’র উপন্যাস ‘হোয়াট ইজ টু বি ডান’। আলোচনা করেন, দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিত্ব আশানুর রহমান খোকন।

আলোচনার ইউটিউব লিঙ্কটি শেয়ার করা হলো।

পাঠশালার আসরের রেকর্ডেড ভিডিও দেখতে, পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
https://www.youtube.com/user/azimfarhana75? তুর্গেনেভের ‘পিতা ও পুত্র’?, দস্তয়েভস্কির ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’? তলস্তয়ের ‘ওয়্যার অ্যান্ড পিস’ বা ‘আনা কারেনিনা’? — প্রফেসর জোসেফ ফ্রাঙ্কের মতে একটি উপন্যাসই এই মর্যাদার দাবি রাখে, সেটা ১৮৬৩ সালে প্রকাশিত এন. জে. চেরনিশেভস্কির ‘হোয়াট ইজ টু বি ডান’ (কী করিতে হইবে?)।

জে ফ্রাঙ্কের মতে, “মার্ক্সের ‘ডাস ক্যাপিটালে’র চেয়েও চেরনিশেভস্কির ‘কী করিতে হইবে?’ রুশ বিপ্লবীদের উপর বেশি প্রভাব ফেলেছিল।”

১৯০৪ সালে প্যারিসের বলশেভিক ক্যাফেতে লেনিন ভেলেনটভকে বলেছিলেন — ‘আমি চেরনিশেভস্কি পড়েছি হাতে একটি পেন্সিল নিয়ে, বিস্তারিত নোট নিয়েছি এবং যা পড়তাম তার সারসংক্ষেপ লিখে রাখতাম। যে নোটবুকে আমি সেগুলো লিখেছিলাম অনেকদিন পর্যন্ত সেগুলো আমার সঙ্গেই ছিল। মার্কস, এঙ্গেলস ও প্লেখানভের সাথে পরিচয়ের পূর্বে আমার উপর চেরনিশেভস্কির প্রভাব ছিল সবচেয়ে বেশি।’
তখন ‘গুসেভ’ নামের একজন প্রশ্ন করেন, “তাহলে এটা কোন দুর্ঘটনা ছিল না যে, ১৯০২ সালে আপনার বইটির নাম রেখেছিলেন ‘কী করিতে হইবে?'” উত্তরে লেনিন বলেন, ‘এটা অনুমান করা কি খুবই কষ্টসাধ্য?’

৭ নভেম্বর ছিল রুশ বিপ্লবের ১০৩তম বার্ষিকী। রুশ বিপ্লবের শতবার্ষিকীতে টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালা’র আসরে আলোচিত হয়েছে নিকোলাই চেরনিশেভস্কি’র উপন্যাস ‘হোয়াট ইজ টু বি ডান’। আলোচনা করেন, দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিত্ব আশানুর রহমান খোকন।

আলোচনার ইউটিউব লিঙ্কটি শেয়ার করা হলো।

পাঠশালার আসরের রেকর্ডেড ভিডিও দেখতে, পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
https://www.youtube.com/user/azimfarhana75