মৌলভীবাজারে তিনদিনব‍্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

মৌলভীবাজারে তিনদিনব‍্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজার, ১৬ নভেম্বর ২০২০ : মৌলভীবাজার প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) কর্তৃক তিনদিনব‍্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ।

সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।

তিনদিনব‍্যাপী প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয় ও বর্জনীয়, অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ে সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সাংবাদিকতার নীতিমালা ও আইন, সংবাদপত্রের ভাষা ও সাংবাদিকতার একাল সেকাল ইত‍্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

পিআইবির প্রশিক্ষক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ পান্না দত্ত।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু প্রথমদিন প্রশিক্ষণের শুরু করেন।

উক্ত প্রশিক্ষণে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ