জেনে নেই উই গ্রুপের নিয়ম কানুন

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

জেনে নেই উই গ্রুপের নিয়ম কানুন

লায়লা শারমীন || ঢাকা, ১৭ নভেম্বর ২০২০ : শুভ সকাল। চলুন জেনে নেই উই গ্রুপের নিয়ম কানুন। যা আমাদের সাথে উইয়ের সম্পর্কটাকে সুদৃঢ় করতে সহায়তা করে।

উই গ্রুপের নিয়ম কানুনঃ
১। আগে ১০ দিন শুধু পোস্ট পড়ে কমেন্ট করেন। তাহলে অনেক কিছু নিজেই বুঝে যাবেন
২। পোস্ট বাংলা ভাষায় দিতে হয়। ইংরেজি অক্ষরে বাংলা পোস্ট দেয়া যায় না। বাংলিশ পোস্ট কয়েকবার দেবার চেষ্টা করলে ব্যান করা হবে।
৩। সেল পোস্ট একদম নিষিদ্ধ।
৪। পোষ্টের কোথাও দাম লেখা যাবে না, ফোন নম্বর দেয়া যায় না। ছবিতে দাম বা ফোন নম্বর দেয়া যাবে না। কমেন্টেও দাম বা ফোন নম্বর বা ছবি দেয়া যায় না।
৫। লিঙ্ক শেয়ার করলে ব্যান করা হয়।
৬। উই শুধু দেশী পণ্যের গ্রুপ। বিদেশি পণ্য নিয়ে পোস্ট দেয়া যায় না।
৭। উইতে মেম্বার এড করার কোন ব্যপার নাই। যারা আসার এমনিতেই আসেন।
৮। পণ্যের পরিচিতি নিয়ে পোস্ট দেন।
৯। যে কোনো ভাইরাল টপিক, ধর্ম এবং রাজনৈতিক উদ্দেশ্যের পোস্ট এপ্রোভ করা হয় না।
১০। লাইভ এলাউ করা হয় না, লাইভ শেয়ার করলে ব্যান করা হয়।
১১। ৫ টার বেশি ছবি পোস্টের সাথে দেয়া যাবে না। এবং কোন # হ্যাশ ট্যাগ দেয়া যাবে না।
১২। রেশারেশি মূলক বা আক্রমনাত্তক কোন পোস্ট দেয়া যাবে না।
১৩। রাজিব আহমেদ স্যার/ নিশা আপু আমার পোষ্ট এপ্রুভ করেছেন – এমন পোষ্ট দেয়া যাবে না।
১৪। রাজিব আহমেদ স্যার/ নিশা আপু আমার পোষ্টের কমেন্ট এ লাইক দিয়েছেন – এমনটা লেখা যাবে না।
১৫। ইনবক্সের স্ক্রিনশট দেয়া যাবে না।
১৬। সকাল ৭টার পর কোনো শুভেচ্ছামূলক পোস্ট (শুভ সকাল / শুভ দুপুর ) পোস্ট দেয়া যাবে না।
১৭। সকাল ৭টার পর চা / নাস্তার পোস্ট দেয়া যাবে না।
১৮। রাজিব ভাইয়ের কোনো লিংক শেয়ার করা যাবে না। কোনো কিছু বলার থাকলে পোস্ট আকারে দেয়া যাবে।
১৯। কমেন্টে ছবি দিতে পারবেন না।
২০। উইর পোস্টগুলো নিজের বলে শেয়ার করা যাবে না, নিজের না হলে। অন্য কোন যায়গা থেকে কপি করে আনা কন্টেন্ট (টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি) নিজের বলে পোষ্ট করলে অথবা উই গ্রুপ থেকে নেওয়া কোনো কন্টেন্ট অন্য কোথাও নিজের বলে পোষ্ট করলে অভিযোগের সাপেক্ষে তাকে ব্যান করে দেওয়া হবে।
২১। গ্রূপের মেম্বারদের অহেতুক মেসেজ দেয়া, নিজের পেজ লিংক শেয়ার করা অথবা অহেতুক কল করা যাবে না। করলে প্রমান সাপেক্ষে ব্যান করা হবে।
২২। কাউকে ছোট করার উদ্দেশে নেগেটিভ কমেন্ট করলে সরাসরি ব্যান করা হবে।
২৩। কোনো কারণ ছাড়া ক্রেতা বা বিক্রেতার উদ্দেশে হয়রানিমুলুক পোস্ট দেয়া হলে ব্যান করা হবে।
২৪। কোনো কোর্স এর মার্কেটিং করতে পারবেন না।
২৫। মেয়েদের সামান্যতম আক্রমন করতে পারবেন না। করলে ব্যান করে দেয়া হবে।
২৬। পোষ্টে বা কমেন্টে নিজের পেইজের নাম উল্লেখ করেন সমস্যা নেই কিন্তু লিঙ্ক শেয়ার, মেনশন ইত্যাদি করবেন না। পোষ্টের কোনো অংশে হ্যাসট্যাগ ব্যবহার করা যাবে না । করলে ব্যান করা হবে।
২৭। এক বাক্যের পোষ্ট এপ্রুভ করা হয় না।
২৮। নিয়ম না মেনে গ্রুপে পোষ্ট করলে তা এপ্রুভ হয় না। পোষ্ট এপ্রুভ কেন হলো না তা জানতে চেয়ে পোষ্ট করা, কমেন্ট করা কিংবা এডমিন ও মোডারেটরদের মেসেজ দেওয়া নিষেধ। এ কাজ করলে ব্লক করে দেওয়া হতে পারে।
২৯। গ্রুপে নতুন, অপরিচিত, অনিয়মিত এবং ইনএকটিভ হলে পোস্টে রিচ, লাইক, কমেন্ট, শেয়ার কম এমনকি নাও হতে পারে। পোষ্ট কন্টেন্ট এবং টাইমিং এর কারনেও তা হতে পারে। এরকম কেন হচ্ছে তা জানতে চেয়ে পোষ্ট এপ্রুভ করা হবে না, এ বিষয়ে এডমিন ও মোডারেটরদের মেসেজ দেওয়াও নিষেধ।
*৩০। কোনো কারণ দর্শানো ছাড়াই, গ্রুপের এডমিন এবং মডারেটররা যেকোনো সময় যেকোনো পোস্ট এপ্রুভ বা ডিলিট করতে পারবেন।
লায়লা শারমীন।
স্বত্বাধিকারীঃসাফরিয়ানাস টাচ্
পরিচালক ,কার্যকরি পরিষদ।
উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।