সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
সাথী অাক্তার || ঢাকা, ১৮ নভেম্বর ২০২০ : আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
নিজের মূলায়ন নিজেকেই করতে হয়,,,।
অল্প বয়স্ক এক গরীব ছেলে একটি ফোনের দোকানে গিয়ে ফোনে কথা বলা শুরু করলো।
দোকানের মালিকটি মনোযোগ সহাকারে ছেলেটির কথোপকথন শুনছিলো।
ছেলেঃ ম্যাডাম আপনার বাগান পরিচর্যার চাকুরীটি কি আমি পেতে পারি?
ম্যাডামঃ(টেলিফোনের অন্য প্রান্ত থেকে) আমিতো অলরেডি একজনকে নিয়োগ দিয়ে দিয়েছি।
ছেলেঃ ম্যাডাম,যাকে নিয়োগ দিয়েছেন তার অর্ধেক বেতনে আমি আপনার কাজ করে দিবো।
ম্যাডামঃ নতুন ছেলেটি কাজে কর্মে বেশ পটু,তার পারদর্শীতায় আমি খুবই সন্তুুষ্ট,তাকে আমি ছাড়তে চাই না।
ছেলেঃ(আরো নাছোড় বান্দা হয়ে) ম্যাডাম,আমি এমনকি আপনার মেঝে ও সিঁড়ি গুলোও ফ্রী পরিস্কার করে দিবো।
ম্যাডামঃ না, না,তোমাকে আমার দরকার নাই, নতুন ছেলেটি ভালো কাজ করছে।
আচ্ছা ম্যাডাম ঠিক আছে-এই বলে ছেলেটি ফোন রেখে দিলো,মুখে তার মৃদু হাসির রেখা।
ছেলেটির মধ্যে কোন হতাশা দেখতে না পেয়ে দোকানদার মালিকটি ছেলেটিকে বললো;
খোকা তুমিতো খুব হাসিখুশি মনের মানুষ হে!
এরকম পজিটিভ মাইন্ডের ছেলেই আমার পছন্দ। তোমার উৎসাহ-উদ্দীপনা আমাকে মুগ্ধ করেছে। চাইলে আমি তোমাকে একটা চাকুরী দিতে পারি।
ছেলেঃ থ্যান্ক ইউ স্যার,আমার তো চাকুরী লাগবে না।
দোকান মালিকঃ তাহলে এতোক্ষণ যে তুমি কাজ পাওয়ার জন্য কাকুতি-মিনতি করছিলে!
ছেলেঃ না স্যার,আমি আসলে নতুন যে চাকুরীটা পেয়েছি সেটাতে আমার পারফরমেন্স পরীক্ষা করছিলাম। আমিই সেই ছেলে যাকে ম্যাডাম সম্প্রতি নিয়োগ দিয়েছেন!
একেই বলে Self Appraisal, অর্থাৎ নিজের মূল্যায়ন নিজে করা।
যেখানে যে কাজই করুন,সঠিকভাবে করুন, দেখবেন সবকিছু নিজের ফেবারে।
আমি কাজ করছি আমার নিজস্ব প্রোডাক্ট ব্লক বাটিক স্কিনপ্রিন্ট শাড়ি থ্রিপিস শাল চাদর নিয়ে,, নিজের পন্যে নিজেই মডেল।
Shathi Akter
Oishi fashion house
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D