শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগী সদস্য অন্তর্ভুক্তির অাবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগী সদস্য অন্তর্ভুক্তির অাবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর

শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী || শ্রীমঙ্গল, ১৯ নভেম্বর ২০২০: ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে ডিসেম্বর সহযোগী সদস্য অন্তর্ভুক্তি করা হবে।

ঢাকা, সিলেট মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা (স্বনামধন্য), সংবাদ সংস্থা, ইলেকট্রনিক (টেলিভিশন) মিডিয়ায় শুধুমাত্র শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অাবেদন করতে পারবেন।
অাবেদনপত্রের সঙ্গে কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগপত্র/অাইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ, এনঅাইডি’র ফটোকপি ও এককপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রেসক্লাবের ‘ক’ ফরম পূরণপূর্বক ২০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে অাবেদন করতে হবে।
অাবেদনের ‘ক’ ফরম ১০০/০০ (একশত) টাকা প্রদানপূর্বক ক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদের সঙ্গে যোগাযোগ করে প্রেসক্লাব থেকে সংগ্রহ করা যাবে। ফোন :০১৭১২৫৩৮৪১৬
ইতিপূর্বে যারা অাবেদন করেছিলেন তাদের প্রেসক্লাবের মানি রিসিটের ফটোকপি অাবেদনে সংযুক্ত করতে হবে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমাম হোসেন সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ