ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির সভাপতি মামুন ফরাজী ও সম্পাদক সেলিম আহমেদ

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির সভাপতি মামুন ফরাজী ও সম্পাদক সেলিম আহমেদ

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২১ নভেম্বর ২০২০ : ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ২০২১-২০২২ মেয়াদে সভাপতি পদে যুগান্তরের মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে ইভিনিং নিউজের এবিএম সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন। ২১ নভেম্বর ২০২০ শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে আমার বার্তার শিকদার আব্দুস সালাম,, এবি নিউজের সারোয়ার কবির এবং ডেইলি স্টারের আশুতোষ সরকার; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সময় টিভির এম এ মান্নান মিয়া ও যুগান্তরের হাবিবুর রহমান খান; কোষাধ্যক্ষ পদে টাইম নিউজের আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসি নিউজের জাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাগো নিউজের সালাহ উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে আমাদের অর্থনীতির ইসরাফিল হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সন্ধ্যাবাণীর আবুল খায়ের খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বাংলাদেশ জার্নালের শামীম আহসান, জনকল্যাণ সম্পাদক পদে ভোরের কাগজের রুমানা জামান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন- ডেইলি সানের সৈয়দ আফজাল হোসেন, মানবকণ্ঠের মোশারফ হোসেন বাবলু, বাসসের শামিমা ইয়াসমীন, ইউএনবি’র মোসাদ্দদেক আল মাহমুদ, সময় টিভি’র প্রসূণ আশীষ, কালের কণ্ঠর মঞ্জুরুল করিম, সময় টিভির মনির হোসেন, ভি নিউজের জিহাদুল ইমলাম, যুগোবার্তার সুব্রত মন্ডল।
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ২০২১-২০২২ মেয়াদে সভাপতি যুগান্তরের মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক ইভিনিং নিউজের এবিএম সেলিম আহমেদসহ নব নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।