ভার্চুয়াল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

ভার্চুয়াল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২১ নভেম্বর ২০২০ : যারা সুবক্তা কিংবা বাকপটু, তাদের বলা হয় বাগ্মী। আর এই বাগ্মীতা জীবনের প্রতিক্ষেত্রে নিজের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেই বিবেচ্য। যারা ভাবছেন মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন কিংবা করতে চান কিন্ত একটু আত্মবিশ্বাস অর্জন ও পরিচর্যার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্যই আমাদের এই আয়োজন। নিজেকে জানতে, নিজেকে অপরের সামনে তুলে ধরতে আগ্রহী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আর বিজয়ীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, বইসহ আরও বিশেষ উপহার এর সাথে ফিচার করার সুযোগ তো থাকছেই।

▪︎রেজিস্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd18FSFERoFSrThs6cIPnNk1hw-qsDY6-BDq4ROzs7x43eLJg/viewform?fbzx=1714997840858689821

▪︎আমাদের পরিচয় :

আমরা RED LIVE – একটু অন্যরকম গল্প, ঠিক যেন রূপকথার মতো। আর সেই রূপকথা যদি বাস্তব হয়, তবে তো বিস্ময়ের অন্ত থাকে না। যারা এই গল্পকে বাস্তব করে তুলে, তাদের আমরা বলি সফল উদ্যোক্তা। RED LIVE এই বাস্তব রূপকথার গল্পগুলো জানানোর একটি প্রাথমিক প্ল্যাটফর্ম। নতুন উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তাদের শক্তি দেয়া RED LIVE এর মূল লক্ষ্য। শুধু তাই নয়! একটি সমাজে উদ্যোক্তা বা ব্যবসায়ীর পাশাপাশি বাস করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইন বিশেষজ্ঞ এবং নানা পেশার মানুষ। তাদের প্রয়োজনীয় সকল তথ্য দিতে RED LIVE এর দারুণ আয়োজন। ক্যারিয়ার গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সঠিক তথ্য এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন উপদেশ। এইসব জানায় RED LIVE।
RED LIVE শুধু অসাধারণ ব্যক্তির মাঝেই সীমাবদ্ধ থাকে না।
থাকছে,

• মোটিভেশনাল স্পিচ।
• বিজ্ঞান এবং টেকনোলজির খুঁটিনাটি।
• ই-কমার্স বিষয়ে তথ্য।
• ক্যারিয়ার ও জব সেক্টর বিষয়ক তথ্য এবং নির্দেশনা।
• উদ্যোক্তার সফলতার গল্প।
• RED LIVE ব্লগ।
• বিভিন্ন টিপস এন্ড ট্রিকস।
• নিউজ এবং ফিচার ।
• সফল ব্যাক্তিদের সাক্ষাৎকার।

সবগুলো বিষয়ের লিখিত কনটেন্ট এবং ভিডিও কনটেন্ট আমাদের ওয়েব সাইট, ফেইসবুক পেইজ এবং ইউটিউবে প্রকাশিত হয়।

▪︎ওয়েবসাইটঃ www.redlivebd.com
▪︎ফেসবুক পেইজঃ RED LIVE
▪︎ইউটিউব চ্যানেলঃ www.youtube.com/channel/UCZKziUip2hvNt92MsOCLjiQ
▪︎লিঙ্কডিনঃ www.linkedin.com/company/red-live

▪︎এই প্রতিযোগিতায় যেসব সুযোগ ও সুবিধা থাকছেঃ

১) প্রথম ৩ জনকে ক্রেস্ট ও বই পুরস্কার সহ থাকছে রেড লাইভে ফিচার করার সুযোগ।
২) প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও বিশেষ কিছু উপহার।

▪︎প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মঃ
১) ২টি ক্যাটাগোরির প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেঃ
▪︎ক্যাটাগোরি-A: দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী
▪︎ক্যাটাগোরি-B: অনার্স এবং মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থী
২) রেজিস্ট্রেশন ফি ১০০/-
৩) নিম্নে প্রতিযোগিতায় কথা বলার বিষয়াবলি উল্লেখ করা হয়েছে । যে কোনো একটি বিষয়ে কথা বলতে পারবেন। কিন্তু একাধিক বিষয়ে কথা বলা যাবে না এবং এর বাহিরের কোনো বিষয়ে কথা বলা যাবে না।
৪) ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, রাজনৈতিক ও সামাজিকভাবে সাংঘর্ষিক এমন বিষয়ে কথা বলা যাবে না বা এমন প্রেক্ষাপট তোলা যাবে না।
৫) প্রতিযোগিতায় কথা বলার সর্বোচ্চ সময় ১০ মিনিট। এর বেশি কথা বললে নেগেটিভ মার্কিং থাকছে।
৬) বাচনভঙ্গিতে শালীনতা বজায় রেখে শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলতে হবে। বাংলা ও ইংরেজির অযথা সংমিশ্রণ করা যাবে না।

▪︎প্রতিযোগিতায় কথা বলার বিষয়সমূহঃ
▪︎ক্যাটাগোরি – A:
১) বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য
২) প্রকৃতি ও পরিবেশ
৩) বাংলা ভাষা ও সাহিত্য
৪) সততা, নৈতিকতা ও মূল্যবোধ
৫) শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা
৬) স্বাস্থ্য

▪︎ক্যাটাগোরি – B:
১) ক্যারিয়ার ভিত্তিক
২) ব্যবসা, বাণিজ্য ও উদ্যোক্তা বিষয়ক
৩) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
৪) তারুণ্য
৫) লিডারশিপ
৬) মানসিক স্বাস্থ্য

▪︎রেজিস্ট্রেশন ফি শুধু মাত্র বিকাশে নেয়া হয়। বিকাশ নাম্বার : 01314557399
যে কোনো প্রয়োজনে যোগাযোগ এর জন্যঃ
▪︎ইমেইলঃ
redlivebd.info@gmail.com
redlivebd2020@gmail.com
▪︎মোবাইলঃ 01314557399
অথবা https://www.facebook.com/profile.php?id=100022292881551
এবং https://www.facebook.com/arrahmandewan.rahsan
তাদের সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।