সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
ঢাকা, ২৩ নভেম্বর ২০২০ : তিন দফা দাবিতে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত পঙ্গু শ্রমিকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের গতকাল ৬৬তম দিন অতিবাহিত হয়েছে।
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে সচিবালয় অভিমুখে কর্মসূচির মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা গত ১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ২২ নভেম্বর ২০২০ রবিবার ৬৬ দিনে সচিবালয় অভিমুখে কর্মসূচি দিয়েছিল।
এর আগে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত ২৪ সেপ্টেম্বর ও ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী, বিজিএমই এবং শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। এরপর এতদিনেও সরকার দাবি না মানায় আজ শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল করেন শ্রমিকরা।
বেলা ১২টায় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে সচিবালয়ের সামনে পুলিশি ব্যারিকেডে বাধা পায়। শ্রমিকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন এবং মন্ত্রণালয়ে জরিনা বেগমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল প্রেরণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন:
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শামীম ইমাম, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, শ্রমিকনেত্রী আমেনা বেগম প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D