মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারে অারও তিনশত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারে অারও তিনশত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান

মৌলভীবাজার, ২৩ নভেম্বর ২০২০: মাস্ক পরিধান নিশ্চিত করতে মৌলভীবাজারে মোবাইল ক‌োর্ট পরিচালনা চলমান রয়েছে। এতে প্রায় তিনশত (৩০০) ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ ২৩ নভেম্বর ২০২০ সোমবার মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার জেলা শহরে ও সকল উপজেলায় ২৬০ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।