সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২০ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ এক শোকবার্তায় ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আজিজুর রহমানের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন। কমরেড আজিজুর রহমান বাম আন্দোলনে আমাদের আজীবন সাথী ছিলেন। তিনি আজ বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি একছেলে, অসংখ্য পার্টি কর্মী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। গত এক বছর পূর্বে তার স্ত্রী মৃত্যুবরণ করেন।
তিনি ছিলেন শোষনমুক্ত, বৈষম্যহীন ও সাম্যবাদ প্রতিষ্ঠার নিষ্ঠাবান একজন সংগঠক। তার মৃত্যুতে জাতি একজন বিপ্লবী নেতাকে হারালো। কৃষক ও শ্রমজীবি মানুষ হারালো একজন দরদী মানুষকে, যা জাতির জন্য অপূরনীয় ক্ষতি। বিবৃতিতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আজিজুর রহমানের মুত্যৃতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
তাঁর মুত্যৃতে অারও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D