শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের ৪ বছর পূর্তি উপলক্ষে উৎসব ও অালোচনা সভা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের ৪ বছর পূর্তি উপলক্ষে উৎসব ও অালোচনা সভা

সৈয়দ অারমান জামী || শ্রীমঙ্গল, ২৬ ডিসেম্বর ২০২০ : মৌলভীবাজার জেলার প্রথম চলচ্চিত্র শিল্প চর্চা বিষয়ক সংগঠন শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের ৪ বছর পূর্তি উপলক্ষে উৎসব উদযাপন সহ অালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের স্মরণে ও সম্মানে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদর দপ্তর লেবার হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশানের উপজেলা শাখার সভাপতি, উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অব:) ডা: হরিপদ রায়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল মামুন, কে রহমান সুজন, গোবিন্দ রায় সুমন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার ও ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুর রাহমান শামীম, এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন, চলচ্চিত্র বোদ্ধারা সহ সংগঠনের সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ