টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৮ ডিসেম্বর ২০২০ : চা শিল্পে নিয়োজিত কর্মচারীদের জাতীয় ভিত্তিক ট্রেড ইউনিয়ন সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের (বাংলাদেশ চা বাগান কর্মচারী ইউনিয়ন) ৫৬তম বার্ষিক সাধারণ সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর ২০২০ রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: অাব্দুস শহীদ এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম অাযম খসরু।

উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল অালম রোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম পাটওয়ারী, শ্রম অধিদপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি।
টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অাক্তার হোসেন মিন্টু ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ অামিনুর রহমান অামিন, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাহীন, ড্রাইভার প্রতিনিধি ইয়াকুব মিয়া।
সংগঠনের অাঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন নর্থ সিলেট অঞ্চলের সভাপতি অাব্দুল মালিক শামীম, লংলা অঞ্চলের সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রদীপ যাদব, ধলাই অঞ্চলের সভাপতি অাব্দুল ওয়াহিদ, বালিশিরা উত্তরাঞ্চলের সম্পাদক কামাল হোসেন, বালিশিরা পশ্চিমাঞ্চলের সভাপতি সুরঞ্জিত দাশ ও সম্পাদক বদরুল অালম, শ্রীকান্ত অাহির, সারওয়ার অালম, পন্ডিত রবিদাশ, শাহীন অাহমদ, সালেহ অাহমদ সাগর, রাজেশ দাস ও লিয়াকত অালী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সুরঞ্জিত দাশ ও পিংকি বর্মা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ