২৬ ফেব্রুয়ারি মনোরমা বসন্ত উৎসব দখিন দুয়ার খোলা

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

২৬ ফেব্রুয়ারি মনোরমা বসন্ত উৎসব দখিন দুয়ার খোলা

বিশেষ প্রতিনিধি || কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ২০২১ : কবিতার নাচে গানে ছড়ার কথনে মনোরমা বাসন্তী বিকেলে সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনী আলোকধারা আয়োজন করেছে বসন্ত উৎসব দখিন দুয়ার খোলা।

আগামী ১৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বসন্ত উৎসব উপভোগের আনন্দক্ষণে উপস্থিতির বিনীত আমন্ত্রণ জানিয়েছেন আলোকধারার আহবায়ক খন্দকার হুমায়ুন কবির, বসন্ত উদযাপন পর্ষদের সমন্বয়ক সৈয়দা আফরোজা সুলতানা মিলি ও আহবায়ক উত্তম বহ্নি সেন।
বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ