ইন্টারনেটের মাধ্যমে খেশের জনপ্রিয়তা

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২১

ইন্টারনেটের মাধ্যমে খেশের জনপ্রিয়তা

নিগার ফাতেমা || ঢাকা, ০৩ মার্চ ২০২১ : যদি ইন্টারনেট ব্যবহার না করতাম বা অনলাইনে এক্টিভ না থাকতাম খেশকে এভাবে পরিচিত করতে পারতাম না। আমার উদ্যোগ আরিয়া’স কালেকশনের হাত ধরেই অনলাইন বিজনেস শুরু। শুরুতে টাঙ্গাইলের বিভিন্ন শাড়ি নিয়ে কাজ করলেও যখন প্রথম খেশ নিয়ে লেখা শুরু করলাম তখন অনেকেই এই নাম প্রথম শুনেছে। সেই থেকে শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারের কথায় আমি শুধু খেশ নিয়ে কাজ শুরু করি।

ইন্টারনেটের ভালো ব্যবহার যে একটি অজানা দেশীয় ঐতিহ্যকে এভাবে প্রসারিত করবে তা উদ্যোগ না নিলে জানা হতো না। ইন্টারনেটকে আমরা কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করে এর ফলাফল যা গর দেড় বছরে আমরা দেখেছি দেশীয় পণ্যের প্রচারের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে খেশের প্রচার আরও অনেক বেশি বৃদ্ধি পাবে যখন খেশ নিয়ে ওয়েবসাইট, ইউটিউব, ইন্সট্রাগ্রাম এবং আরও যত অনলাইন প্লাটফর্ম আছে এসব কিছুতে খেশ নিয়ে কন্টেন্ট তৈরি হবে। ইন্টারনেট খেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ