সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২১
পম্পা সেন শর্মা || চট্টগ্রাম, ০৩ মার্চ ২০২১ : আজকের এইদিনে বাবা মায়ের ঘর আলো করে এসেছিলাম,,,,,
মা পেয়েছিল প্রথম মা হবার স্বাদ,,,
বাবা পেয়েছিল প্রথম পিতা হবার আনন্দ।
হ্যাঁ,, তাদের তিন কন্যা সন্তানের মাঝে বড় আমি।
তিন মেয়ে বলে কোনদিন তাদের মুখে কোন কালো ছায়া দেখিনি।
তিন মেয়েকেই সুশিক্ষিত করাই ছিল তাদের জীবনের লক্ষ্য,,,
কালের আবর্তে আরো একটি বছর যোগ হল জীবনের পাতায়।
মাত্র ২০ বছর বয়সে বউ হয়ে নতুন জীবনে প্রবেশ করেছিলাম,,,,
এক এক করে নিজের নামের পাশে যুক্ত হতে থাকল,৷
প্রথমে বউ,,তারপর মা,,
চাকরি জীবনে প্রবেশ করে হলাম শিক্ষক,
এখন আমার নতুন পরিচয় আমি উদ্যোক্তা।
উদ্যোক্তা,,,,,, আমাকে নতুন ভাবে সকলের কাছে তুলে ধরেছে,,,,সকলের মাঝে আলাদা করে জায়গা করে দিয়েছে।
উইতে প্রবেশ করার পর এটাই আমার প্রথম
জন্মদিন,,, তাই আমি প্রথম নিজেকেই নিজে
বলে উঠি,,,,
শুভ জন্মদিন,,,,পম্পা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D