মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের উজ্জীবিত করা মুক্তির গান

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের উজ্জীবিত করা মুক্তির গান

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন || ঢাকা, ১৮ মার্চ ২০২১ : মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি নির্মাণের অভিপ্রায়ে এদেশের একদল সাংস্কৃতিক কর্মীর সঙ্গ নেন। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামের দলের এই সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের দেশাত্মবোধক ও সংগ্রামী গান শুনিয়ে উজ্জীবিত করতেন। এই শিল্পীদের সাথে থেকে লেভিন প্রায় ২০ ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেন। যুদ্ধের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে তিনি ডকুমেন্টারি তৈরি করতে পারেননি।

দীর্ঘ দুই দশক পর ১৯৯০ সালে তারেক ও ক্যাথরিন মাসুদ নিউইয়র্কে লেভিনের কাছ থেকে এই ফুটেজ সংগ্রহ করেন। এ থেকে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের জন্য তারা আরো বিভিন্ন উৎস থেকে মুক্তিযুদ্ধের নানা সংরক্ষিত উপাদান সংগ্রহ করেন, বিশ বছর আগের সেই শিল্পীদের সাথে যোগাযোগ করেন। লেভিনের কাছ থেকে প্রাপ্ত ফুটেজের সাথে সংগৃহীত অন্যান্য উপাদান যোগ করে ছবিটি নির্মিত হয়।

বাংলাদেশের বিভিন্ন শিল্পী মুক্তির গানে কণ্ঠ দিয়েছেন। গানে কণ্ঠ দিয়েছেন বিপুল ভট্টাচার্য, দেবব্রত চৌধুরী, দুলাল চন্দ্র শীল, নায়লা খান, লতা চৌধুরী, লুবনা মরিয়ম, মাহমুদুর রহমান বেনু, শাহীন সামাদ, শারমিন মুর্শিদ, স্বপন চৌধুরী, এবং তারিক আলী। ছবিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াসউদ্দিন চৌধুরী, আমিনুল হক চৌধুরী এবং নাম না জানা অনেক মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

পরিচালক : তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
প্রযোজক : তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
রচয়িতা : তারেক মাসুদ
চিত্রগ্রাহক : লিয়ার লেভিন
সম্পাদক : ক্যাথরিন মাসুদ
প্রযোজনা কোম্পানি : অডিওভিশন
মুক্তি : ১ ডিসেম্বর, ১৯৯৫
দৈর্ঘ্য : ৮০ মিনিট
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা

#মুক্তির_গান #Muktir_Gaan #Tareque_Masud #Catherine_Masud