সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ১৮ মার্চ ২০২১ : সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলছেন, স্বাধীন দেশে একটি সংখ্যালঘু গোষ্ঠীর ওপর এ ধরণের ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। এ হামলার উস্কানীদাতা হেফাজতী নেতা মামুনুল হকসহ সংশ্লিষ্টদের গ্রেফতার এখন সময়ের দাবি।
১৮মার্চ ২০২১ বৃহস্পতিবার বিকেলে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মামুনুল হকের বিরুদ্ধে ঐ গ্রামের এক যুবক ফেসবুকে কটুক্তি করায় তাকে পুলিশ গ্রেপ্তার করলেও; দাঙ্গাকারী হেফাজতীদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং পুলিশের বক্তব্যে হেফাজতীদের আক্রমণের সাফাই গাওয়া হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এই মুমিনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দিলেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অথবা প্রচলিত আইনে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ঐ সমস্ত ঘটনাকে কার্পেটের নীচে লুকিয়ে ফেলা হয়েছে। একই সময় মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা আগমন নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি গ্রহণের ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ হুশিয়ারি উচ্চারণ করলেও পুলিশ মুমিনুল হকসহ হেফাজতী নেতারা বিভিন্ন সভা সমাবেশ, ওয়াজ মাহফিলে যে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে তাকে আমলে নেয়া হচ্ছে না।’
নেতৃবৃন্দ বলেন, ‘হেফাজতী নেতাদের প্রশ্নে সরকার ও পুলিশ কর্তৃপক্ষের এমন আচরণ চরম বৈপরিত্যমূলক। সুনামগঞ্জে নিজের হাতে আইন তুলে নিয়ে যে হেফাজতীরা ঘটনা ঘটিয়েছে সেখানে কর্তৃপক্ষের নিরব ভূমিকা; দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের অবনতি ঘটাবে এবং বঙ্গবন্ধুর যেখানে ধর্মের রাজনৈতিক ব্যবহারে চরম বিরোধী ছিলেন তাকেই প্রশ্রয় দেয়া হবে।’
সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D