ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতেই শেখ মুজিব এসেছেন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতেই শেখ মুজিব এসেছেন

Manual3 Ad Code

ইতিহাসের পাতা থেকে || ১৯ মার্চ ২০২১: সেইদিন সন্ধ্যা বেলায় শেখ মুজিবুর রহমান হঠাৎ করে ন্যাপ নেতা সাইদুল হাসানের বাসায় চলে আসেন কোনরকম খবর দেয়া ছাড়াই। তাঁর সঙ্গে দুই চারজন লোক থাকলেও, নেতৃস্থানীয় কেউ ছিলেন না। আমি তখন সাইদুল হাসানের বাসায় ছিলাম। ন্যাপের আরো অনেকে ছিলেন। কারণ মওলানা ভাসানী সেখানে অবস্থান করছেন। বস্তুত ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতেই শেখ মুজিব এসেছেন। আমরা তো অবাক। পরিচিতজনদের সাথে কুশল বিনিময় করে তিনি সোজা চলে গেলেন ভাসানী যে ঘরে ছিলেন সে ঘরে। ভাসানীর পায়ে হাত দিয়ে সালাম করলেন। তারপর দরজাটা ভিজিয়ে দিয়ে দু’জনে প্রায় মিনিট বিশেক কি কথা বললেন জানি না। বেশ উৎফুল্লচিত্তে বেরিয়ে এসে আর বেশিক্ষণ থাকেননি।”

Manual5 Ad Code

[শতাব্দী পেরিয়ে, হায়দার আকবর খান রনো]
Taken from: Maulana bhasani.
:ছবিটি সন্তোষে তোলা

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ