হেফাজতে ইসলামের সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

হেফাজতে ইসলামের সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

Manual4 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া, ৩১ মার্চ ২০২১ : হেফাজতে ইসলামের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভাংচুর এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual7 Ad Code

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহীন, সহ-সভাপতি আ.ফ.ম. কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু প্রমুখ।
এ সময় বক্তারা, এ ধরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইানের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন। মানববন্ধনে জেলা ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ