কাস্টমার সন্তুষ্টি: তিনটা তিন রঙের মসলিনে আমার করা চেরীফুল শাড়ি

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

কাস্টমার সন্তুষ্টি: তিনটা তিন রঙের মসলিনে আমার করা চেরীফুল শাড়ি

|| অতন্দ্রিলা আয়শি || রংপুর, ১১ এপ্রিল ২০২১ : একজন উদ্যোক্তার জন্য কাস্টমার সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিক্রি হওয়ার মূল কথা নয় বরং কাস্টমারের মন-মানসিকতা বুঝে পণ্য দেয়া হলে উদ্যোগের ক্ষেত্রে সেটা ইতিবাচক প্রভাব ফেলে।সবসময়ই চেয়েছি আমার কাস্টমাররা সঠিক পণ্যগুলো হাতে পাক।  আমার হ্যান্ড পেইন্ট এর জন্য প্রাধান্য পায় সব দেশীয় কাপড়। এই যেমন টাঙ্গাইল থেকে হ্যান্ডলুম তাঁতের কটন শাড়ি, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক, হাফসিল্ক, মসলিন আরও টুকটাক জিনিসের জন্য উই তো আছেই তার

স্থানীয় কিছু ঐতিহ্য নিয়ে।

পণ্যগুলো হাতে পাওয়ার পর আমার কাস্টমারদের স্যাটিসফ্যাকশন আমার জন্য অনেক বড় পাওনা। দিনশেষে নিজের কাছে নিজেকে বলতে পারি আমি সঠিক জিনিসটাই পৌঁছে দিতে পারছি।।

উইয়ের কাস্টমার বরাবরই অনেক লক্ষী। অন্তত তারা এটা বুঝেন যে হ্যান্ড পেইন্ট শখের জিনিস, পেইন্টের পারিশ্রমিক ত টাকায় হয়না। মানুষ নিতান্তই শখ করেই কিনে।

ছবিতে তিনটা তিন রঙের মসলিনে আমার করা চেরীফুল শাড়িতে সন্তুষ্ট কাস্টমার  ☺

আবারো আমি অতন্দ্রিলা আয়শি, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, কাজ করছি হ্যান্ড পেইন্ট নিয়ে।

স্বত্বাধিকারী
Darkak : দাঁড়কাক