বাঁশখালীতে শ্রমিক হত্যার নিন্দা: নিহতদের উপযুক্ত ক্ষতিপুরণ ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের দাবি জাসদের

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

বাঁশখালীতে শ্রমিক হত্যার নিন্দা: নিহতদের উপযুক্ত ক্ষতিপুরণ ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের দাবি জাসদের

ঢাকা, ১৭ এপ্রিল ২০২১: জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৭ এপ্রিল ২০২১ শনিবার এক বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে ৫ জন শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জাসদের নেতৃদ্বয় নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান। তাঁরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নিরীহ শ্রমিক ও গ্রামবাসীদের উপর গুলিবর্ষণ ও নির্মম হত্যাকান্ডের ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ