সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৫, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ মে ২০২১ : শ্রীমঙ্গলের ১নং মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুফি মিয়ার বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ এনে ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুল নুর।
যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুল নুর ওই ইউনিয়নেরই শহরশ্রী গ্রামের মৃত ইয়ান উদ্দিনের ছেলে এবং চেয়ারম্যানের আপন মামাতো ভাই।
বুধবার (৫ মে ২০২১) দুপুর সাড়ে ১২টার সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফুফাতো ভাই ও ১নং মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুফি মিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর বাবার পাচাউন বাজারে ৮টি দোকান কোটা দখল রেখে তাদের সম্পত্তি ভাগ-বাটোয়ারা করতে বাধা, সম্পদ ভাগ-বাটোয়ারা করতে ৩০ লাখ টাকা চাঁদা দাবী, উত্তরাধিকারী সার্টিফিকেট দিতে টাল-বাহানা এবং দাবীকৃত চাঁদার টাকা না দিলে যে কোন সময় তার উপর আক্রমন হতে পারে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় গত ২২এপ্রিল ২০২১ একটি সাধারন ডায়েরী করেন বলেও জানান তিনি।
এসময় যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুল নুরের সাথে ছিলেন হবিগঞ্জ জেলার বাহবল থানার বাসিন্ধা ও তার ভায়রা ভাই ইকবাল বাহার চৌধুরী এবং একই জেলার বাসিন্ধা ও শ্রীমঙ্গল কলেজ রোডস্থ গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৩০ বছর যাবত তিনি লন্ডনে প্রবাস জীবন পার করেছেন। ২০১৪ সালে তাঁর বাবা মারা যান এবং ২০১৯ সালে মা মারা যান। প্রবাসীর বাবা তাঁর মাকে ছাড়াও আরো দু’টি বিয়ে করেন। সব মিলিয়ে তারা ১৩ ভাই-বোন। তাদের বাবা প্রায় ৩০০ কের (৯০ একর) জমি রেখে গেছেন। এর মধ্যে বাগান, বাড়ি, মার্কেট এবং ফসলি জমি রয়েছে।
তিনি জানান, তাঁর বাবা মারা যাবার পর থেকে এ পর্যন্ত ৭বার তিনি দেশে এসেছেন। সর্বশেষ দুই মাস আগে দেশে আসেন। প্রতিবারই তিনি তাঁর বাবা ও মায়ের নামিয় জমি জিরাত ভাগ-বাটোয়ারা ও বিক্রি করতে দেশে আসেন। কিন্তু প্রতিবার’ই তাঁর ফুফাতো ভাই মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাধা সৃষ্টি করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়া সকল অভিযোগ মিথ্যা ও বৃত্তিহীন দাবী করে তিনি বলেন, সে আমার মামাতো ভাই। তাঁর সম্পদ ভাগ-বাটোয়ারা করবে বা বিক্রি করবে তাতে আমার কি? আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ এলাকায় এসে তদন্ত করে গেছে। কই তখন তো এলাকার কেউ আমার বিরুদ্ধে কিছু বলে নাই। সে আমার কাছে তাদের উত্তরাধিকারী সার্টিফিকেট নিতে আসে, আমি তাদের সকল ভাই বোনদের নামে সার্টিফিকেট দিতে চাইলে সে সুবিধা নিতে শুধু তাঁর আপন বোনদের যুক্ত করে সার্টিফিকেট নিতে চেয়েছিল। আমি সেটা দেইনি বলেই সে আমার বিরুদ্ধে এসব করছে।
#
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D