আমার মা অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয় এক মমতার ভাণ্ডার

প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

আমার মা অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয় এক মমতার ভাণ্ডার

।।|| বিউটি দত্ত ||।। ঢাকা, ০৯ মে ২০২১ : আমার মা!!!!! মা তো আমার প্রতিদিনের, প্রতিক্ষণের আমার সকল সুখের অস্তিত্বই আমার মা ! আমার মা অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয় এক মমতার ভাণ্ডার, সন্তানদের কাছে সাক্ষাৎ নির্ভরতার প্রতীকস্বরূপ !  “। আমার  মা  আর সবার কাছে অতি সাধারণ নারী হলেও আমার কাছে তিনি একজন সাক্ষাৎ দেবীমূর্তি –যার অধিষ্ঠান আমার হৃদয় মন্দিরে।প্রতিদিনই যিনি  পূজিত হচ্ছেন আমার নিবেদিত শ্রদ্ধা, ভক্তি আর ভালবাসা দিয়ে।  মা !!! তুমি তো আমার হৃদয়ের সন্জীবনী শক্তি ,আমার আত্মার  এক অবিচ্ছেদ্য অংশ ও  তুমিই।।

“আমি তোমাকে ভালবাসি মা। প্রচণ্ড ভালোবাসি। তুমি শতায়ু হও।”
পৃথিবীর সকল মা’র জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা ও অনিঃশেষ ভালবাসা ।।🙏🙏❤️❤️