বাংলাটিভির ৫ম বর্ষে পদার্পণ

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

বাংলাটিভির ৫ম বর্ষে পদার্পণ

।।|| বিশেষপ্রতিনিধি | ঢাকা, ১৯ মে ২০২১ : “বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে বুকে ধারণ করে ১৯ মে ২০২১ বাংলা টিভি সফলতার সাথে চার বছর অতিক্রম করে ৫ম বর্ষে পদার্পণ করেছে। আর এই শুভলগ্নে বাংলা টিভির পরিচালনা পর্ষদ, সকল সহকর্মী, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও অগনিত দর্শকদের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়েছে আন্তরিক শুভেচ্ছা। গত ১৯মে ২০১৭ সালে বাংলাদেশে বেসরকারী টেলিভিশন “বাংলাটিভি” সম্প্রচার শুরু করে।

বাংলাটিভির ৫ম বর্ষে পদার্পনে আবারও সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও করোনা মহামারি মুক্ত সুন্দর পৃথিবীর প্রত্যাশা। আমরা সবাই বাংলা টিভির সাথে আছি থাকবো আমরা বাংলা টিভিকে আরো বহুদুর এগিয়ে নিতে চাই।

ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

“বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাটিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে এর উত্তরোত্তর সফলতা কামনা সহ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

বাংলাটিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

এ সংক্রান্ত আরও সংবাদ