মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ০৫ জুন ২০২১ : বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের মে-২০২১ মাসের অনলাইন সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল হলোঃ
*** রচনা লেখা প্রতিযোগিতা-
০১)সাব্বির আহমদ সিয়াম
০২)কাজী ফারিজা আফরিন
০৩)পরমাধ্যা চক্রবর্তী

***কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-
০১)সামিহা তাসনিম
০২)ফাইজা ইসলাম জোহা
০৩)ফারিহা নিশাত

***চিত্রাংকন প্রতিযোগিতা-
গ্রুপ-ক)
০১)ফাইজা ইসলাম জোহা
০২)আফরিদা মাহজাবিন মাহা
০৩)পল্লবী দাস
০৪)প্রথম দে

গ্রুপ-খ)
০১)কাজী ফারিজা আফরিন
০২)প্রাঞ্জলতা চক্রবর্তী
০৩)নির্জর দেব
০৪)নওশিন জাহান

***সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা-
০১)আফরিদা মাহজাবিন মাহা
০২)ফাইজা ইসলাম জোহা
০৩)কাজী ফারিজা আফরিন

বিজয়ীদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের কর্মকর্তা মো: তাজুল ইসলাম।
আর যারা বিজয়ী হতে পার নাই তাদের জন্য শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের মে-২০২১ মাসের অনলাইন সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। আর যারা বিজয়ী হতে পারে নাই তাদের জন্য শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ