সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ,উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, সাংবাদিক কামাল লোহানী ২০২০ সালে আজকের দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতবছর ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা লিখেছিলাম। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই কবিতাটি দিয়েই তাঁকে স্মরণ করছি।
শ্রদ্ধেয়,
ক্ষমা করবেন।
আপনার মৃত্যু –
আমাকে হত-বিহবল করেছে;
করোনার আঘাতে শেষ পর্যন্ত –
আপনাকেও চলে যেতে হল!
অনেকেই আপনার মৃত্যুকে
স্বাভাবিক মনে করছে।
কেউ বলছে ছিয়াশি বছর
সে তো কম নয়!
অন্য শারীরিক জটিলতাও তো ছিল।
কিন্তু শ্রদ্ধেয়,
বিশ্বাস করুন আপনার মৃত্যুকে
কিছুতেই স্বাভাবিক- সরল ভাবতে পারছি না-
আপনি জানেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হাল।
যে বৈষম্য ঘুচাতে-
আপনার সমগ্র জীবন ব্যয় করলেন
তার সবকিছুই কী অর্থহীন হয়ে গেল!
শ্রদ্ধেয়,
আপনি জানেন
আপনার জন্য সিএমএইচে
আইসিইউ পেতে
কত বেগ পেতে হয়েছিলো,
অথচ-
এদেশের ঘুষখোর, বাটপার
সাংসদ, মন্ত্রী, মহামন্ত্রীদের জন্য
ভিআইপি, সিআইপি ব্যবস্থা।
আপনি কী এই জাতি রাষ্ট্র চেয়েছিলেন!
শ্রদ্ধেয়
আপনি শুনেছেন –
সাহেদ নামক কলঙ্ক
জন্ম দিয়েছে এ দেশের শাসকগোষ্ঠী,
পরীক্ষা না করেই দিয়েছে
হাজার হাজার মিথ্যে সার্টিফিকেট।
মোটা টাকা হাতিয়ে নিয়েছে
এই উছিলায়।
স্বাস্থ্যবিভাগ- মন্ত্রণালয় একে অন্যের ঘাড়ে
দোষ চাপাতে ব্যস্ত।
শ্রদ্ধেয়,
আপনি জানেন
বাংলার মাঠে- প্রান্তরে
অলিতে-গলিতে
এখন আর মেঠো রাখালিয়া,
মুর্শিদী বা ভাটিয়ালি শোনা যায় না;
চারিদিকে ধর্ম ব্যবসায়ীরা
ওয়াজের নামে মানুষে মানুষে-
ধর্মে-বর্ণে বিষাক্ত হিংসার রেকর্ড বাজাচ্ছে,
আপনি কী এই সংস্কৃতি চেয়েছিলেন!
শ্রদ্ধেয়,
ক্ষমা করবেন।
আপনার স্বপ্নটি
সম্ভবত চুরি হয়ে গেছে।
আপনি দেখেছেন-
এদেশের একদল ধর্মান্ধ
উৎসব, পালা- পার্বনে
গানের আসরের মধ্যেও
ধর্ম গেল গেল বলে রব তোলে।
কী ওদের ধর্ম আর
কীভাবেই বা তা চলে যায়-
খুব জানতে ইচ্ছে করে।
শ্রদ্ধেয়,
আপনার চুরি যাওয়া স্বপ্ন-
উদ্ধার হবে কি-না জানিনা;
শুধু জানি
আপনার স্বপ্ন খুঁজে পেতে
আমরা প্রজন্ম থেকে প্রজন্মে
চেষ্টা চালিয়ে যাব।
যদি কামিয়াব না হই,
আমাকে ক্ষমা করবেন।
আমাদের ক্ষমা করবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D