সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১
সৈয়দ নোমান আজমী | ঢাকা, ২৩ জুন ২০২১ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল কর্তৃক বাস্তবায়নাধীন “ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রকল্পের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ট্রেনিং শুরু: ০১ জুলাই, ২০২১।
ট্রেনিংয়ের সময়: ০১ জুলাই থেকে ১১ দিন সকাল ১০:০০টা-বিকাল ৫টা (শুক্রবার বন্ধ থাকবে)।
(কোন প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়াই সম্পূর্ণ ফ্রি ১১ দিনের ই-কমার্স প্রশিক্ষণ)।
আবেদন ফরম (বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) : https://forms.gle/mDxwSoRgYEjN2DfW9
(বরিশাল ও ময়মনসিংহ বিভাগ ব্যতিত অন্য বিভাগ থেকে অংশগ্রহণ করতে পারবেন না)
* নিয়মিত অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষনার্থীকে ১১ দিনের ইন্টারনেট খরচ প্রদান করা হবে।
* সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
* যারা নিয়মিত ক্লাসে যুক্ত থাকতে পারবেন শুধু তারাই আবেদন করবেন।
* প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
* ট্রেনিং ম্যাটেরিয়াল (ব্যাগ, ডায়েরি, কলম, প্রেজেন্টেশন, ভিডিও ইত্যাদি প্রদান করা হবে।
* ই-কমার্স ব্যবসা শুরুর জন্য সম্পূর্ণ গাইডলাইন প্রদান করা হবে এবং সহযোগিতা করা হবে।
যারা ই-কমার্স ব্যবসা করছেন, ই-কমার্স প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের ব্যবসাকে ই-কমার্সে পরিণত করতে চান বা ই-কমার্স করতে আগ্রহী এরকম যেকোনো ব্যক্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবেন।
*আসন সংখ্যা সীমিত।
ট্রেনিং সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন-
01844052520
01844052506
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D