‘সাইবার সচেতন তারুণ্য’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান কাল

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১

‘সাইবার সচেতন তারুণ্য’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান কাল

।।|| সৈয়দ আরমান জামী ||।। ২৩ জুন ২০২১ : সাইবার সচেতন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল এবং সুস্থ আছেন। আমরা খুব আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আগামীকাল ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত “নিরাপদ থাকা, অনলাইনে ইতিবাচক থাকা”-এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে আমাদের “সাইবার সচেতন তারুণ্য” কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের সময়সূচী ইমেইলে ও গ্রুপে শেয়ার করা হল। সকল অংশগ্রহণকারীকে ১০ মিনিট আগে জুমের মাধ্যমে জয়েন করার অনুরোধ জানান যাচ্ছে।

মিটিং লিঙ্ক – https://ki-se.zoom.us/j/69209718445
মিটিং আইডি – 69209718445
যেকোনো প্রয়োজনে আপনাদের স্থানীয় সমন্বয়কারীদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হল। ধন্যবাদ।

Sreemangal: Joly Paul – 01714506649
Bhairab: Shajal Kumar Deb – 01712828249
Barishal: Faez Belal – 01711359104
Satkhira: Fazlu – 01911378690 , Rubina – 01314542701
Jashore: Taposh Biswas – 01918384464

‘সাইবার সচেতন তারুণ্য’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান কাল